প্রেজেন্টার প্রশ্ন করলেন গত দু'মাসের হরতালে যা হয়েছে তেমনটি নাকি অতীতে আর হয়নি। আরে এই আওয়ামীলীগ আমার আগ্রাবাদের অফিসে আগুন দিয়েছিল, বাড়িতে বোমা মেরেছিল। রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছিল, বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছিল। রাজধানী ঢাকার রাস্তায় প্রকাশ্যে লগী-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। আর এখন তারা বিশাল বিশাল কথা বলে। গণতন্ত্রের কথা বলে। মানুষ অতীত ভুলে যায়নি।