বৈশাখী কবিতা

বাংলা দেশি ভাষা, বুকেতে বাঁধি আশা
ব্যবহার হবে সর্বত্র;
অফিস আদালতে লেখা হবে বাংলায়
বাংলাতে হবে বইপত্র ।

দেখেছি সমাজ বইয়ে ষষ্ঠ শ্রেণীতে
জাতীয় পোশাক বিবরণি তে;
পাঞ্জাবী লুংগীতে মুস লিম বাঙালি
ধুতি ছিল হিন্দুর পরণে ।

পাঞ্জাবী লুংগী, পোশাক ঢিলে ধালা
রসুলের সুন্নাত ও বটে;
তাইতো তুলেছি গায়, সাথে টুপিটা মাথায়
যদিও অনেকে তাতে চটে ।

মাথায় পতাকা বাঁধা, ফুল প্যান্ট পরণে
গেঞ্জিতে মানচিত্র আঁকা;
বিদেশী সেভিং ক্রীম, ফরাসী বডি স্প্রে তে
এই সব বাঙালি পাকা।

পোশাকে আশাকে এরা ভিন দেশি শত ভাগ
সংস্কৃতি কৃষ্টিতে সনাতন;
মুখেতে বাংরেজির খই ফোটে রাতদিন
We are বাঙালি দেখে নিন ।

তবুও পত্রিকার প্রতিটি পাতায় পাতায়
এদেরই বন্দনা গাওয়া হয়;
এরাই বাঙালি ঢোলে আর তবলায়
পহেলা বৈশাখে রমনায় ।

এরাই বাঙালি এরাই দেশপ্রেমী
মোরা নাকি মৌলবাদী;
ঠিকই বলেছে ভাই, মূলকে চিনেছি তাই
বিবেকের কাছে মোরা বাদী ।

দেয়ালিকীয়

সমপাদকীয়

প্রথম সংখ্যা বলে কথা । ঠিক বুঝে উঠতে পারছিনা কি লেখা উচিৎ ।