যে কারণে রনির "তালাশে" নামলো ইন্ডিপেন্ডেন্ট টিভি


৭৪ এর দুর্ভিক্ষ ও মিথ্যাচার

১৯৭৪ এর দুর্ভিক্ষ আমরা দেখি নাই, তবে এই ভিডিওটা দেখে কিছুটা ধরনা করতে পারি আসলে তা কতটা ভয়াবহ ছিল। আমরা আবারো সেই দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি।

পুরুষের জিবে জল আনে সুদর্শন নারী !!!

ডেইলি মেইল ইউকে থেকে অনুবাদ করেছেন রবিউল করিম

মূল লেখাঃ Pretty women make a man's mouth water 
by  ISABEL OAKESHOTT

কথায় আছে," দেখিলে সুদর্শন রমণী  
             পুরুষের জিবে আসিবেই পানি"
 হ্যাঁ এটি শুধু আর কথার কথা নয়, বৈজ্ঞানিক গবেষণায় এর সত্যতা এখন প্রমাণিত।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে যে আকর্ষনীয় তরুণীদের সাথে অল্প সময়ের আলাপচারিতায় পুরুষের লালায় নাটকীয় পরিবর্তন হয়। সামান্যতম সময়ের মধুর আলাপচারিতাও জিবে জল এনে দেয়। পরস্পরকে যতবেশী ইমপ্রেস করতে চায়, লালাও ততই বেশী বের হয়!

আমেরিকার শিকাগো ইউনিভার্সিটির একদল গবেষক কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের উপর এই গবেষণা চালিয়েছেন। এতে তারা পুরুষের হরমোনের পরিবর্তন নিরীক্ষা করেছেন। অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের সবারই বয়স ২০-২৫ এর মধ্যে আর প্রত্যেকেই ছিল হেটারোসেক্সুয়াল (অসমকামী) তাদেরকে জোড়ায় জোড়ায় গল্প করতে দেয়া হয়। আর কথা বলার আগে এবং পরে তাদের লালার নমুনা সংগ্রহ করা হয়।

একজন তরুণীর সাথে মাত্র ৫ মিনিটের আলোচনা তার পুরুষ সহযোগীর লালারসে পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরনের পরিমাণ অনেকখানি বাড়িয়ে দেয় যেখানে পুরুষে পুরুষে আলোচনায় এর পরিমাণে কোন হেরফের লক্ষ্য করা যায়নি। যে ছেলেটি নিজেকে যতটা মেলে ধরে তার সহযোগীর মন জয় করতে চেয়েছে তার টেস্টোস্টেরন লেভেল ততই বেড়েছে।

শিকাগো ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব মাইন্ড এন্ড বায়োলজির ডঃ জেমস রনী জানালেন, " আমি একথা বলব না যে ছেলেগুলোর লালা একেবারে গড়িয়ে পড়েছে, কিন্তু তাদের লালারসে লক্ষণীয় পরিবর্তন সাধিত হয়েছে। সামান্য সময়ের এই আলোচনার পর তাদের লালারসে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সহযোগী তরুণীটির আগ্রহ বা তার নিজেকে খোলামেলা ভাবে তুলে ধরার প্রবণতার সাথে এই পরিবর্তনের মাত্রাও বৃদ্ধি পায়"

৫ মিনিটের এই কথোপকথন পর্বের পর ছেলেগুলিকে তাদের সহযোগী তরুণীদের সম্বন্ধে জিজ্ঞেস করা হয় যে তারা আসলে কেমন আকর্ষনীয় ছিল। এবং ক্যাটাগরির সুবিধার্থে 'সেক্সি' 'কিউট' এজাতীয় অপশন গুলো তাদেরকে দেওয়া হয়।

মেয়েদেরকেও জিজ্ঞেস করা হয় ছেলেগুলো কেমন আচরণ করেছে, বিশেষতঃ তারা কতটা আগ্রহী বা আদৌ তারা তোমাদের মন জয় করার কোন চেষ্টা করেছিল কিনা?

এই তরুণীরা না ছিল প্রফেশনাল মডেলকন্যা বা আহামরি সুদর্শনা- যা থেকে এটাই প্রতীয়মান হয় যে অনেক নারীই পুরুষের জিবে জল আনতে সক্ষম !!!

এই গবেষণা পত্রটি আমেরিকান জার্নাল 'ইভোলিউশন এন্ড হিউম্যান বিহেভিওর' এর সর্বশেষ সংস্করণে ছাপা হয়েছে যেখানে গবেষক দলটি এই প্রক্রিয়াটিকে 'Courtship Response' বা 'প্রেমনিবেদন সাড়া' বলে অভিহিত করেছেন।

ধারণা করা হয় যে, একজন পরুষ আকর্ষণীয় একজন নারী সামনে আসলে তার মাথা পিটুইটারি গ্রন্থিকে সঙ্কেত পাঠায় যা টেস্টস্টেরন তৈরিতে টেস্টিসকে উদ্বুদ্ধ করে। আর টেস্টস্টেরনের মাত্রার ওঠানামা লালারসেই পরীক্ষা করা সবচে সহজ।

ইমাম মাহদীর আগমনের পূর্বে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার কি কোন সম্ভাবনা রয়েছে?

ইমাম মাহদীর আগমনের পূর্বে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার কি কোন সম্ভাবনা রয়েছে? ইমাম মাহদী সুন্নি নাকি শিয়া হবেন? উনার জন্ম কি হয়ে গেছে?
উত্তর দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার ও দার্শনিক ও লেখক, আল্লামা ইমরান নযর হোসেন


শামসুল হক যশোরী:একজন সাবেক হিন্দু ও ছাত্রলীগ ক্যাডার

একজন সাবেক হিন্দু ও ছাত্রলীগ ক্যাডার, সাবেক ছাত্রলীগের জেলা সেক্রেটারী, মাগুরা সরকারী কলেজের সাবেক ভিপি যার ডাক নাম ছিলো রানা মাস্তান। বর্তমানে ইসলামের সৈনিক। নওমুসলিম শামসুল হক যশোরী। সবাই দেখুন এবং শেয়ার করুন।

Complete Documentary on May 6 Mayhem


বালের কু কর্ম


শেখ হাসিনার পুত্র জয়ই ফাঁস করলেন আওয়ামীলীগের সকল কু-কর্ম যা এখন হাড়ে হাড়ে বুজতেছে বাংলাদেশ

পাপিয়াঃ লঙ্ঘিতে হবে রাত্রী নিশীথে যাত্রীরা হুশিয়ার


Amir Khasru Mahmud Choudhury Vs Munni Shaha




 প্রেজেন্টার প্রশ্ন করলেন গত দু'মাসের হরতালে যা হয়েছে তেমনটি নাকি অতীতে আর হয়নি। আরে এই আওয়ামীলীগ আমার আগ্রাবাদের অফিসে আগুন দিয়েছিল, বাড়িতে বোমা মেরেছিল। রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছিল, বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছিল। রাজধানী ঢাকার রাস্তায় প্রকাশ্যে লগী-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। আর এখন তারা বিশাল বিশাল কথা বলে। গণতন্ত্রের কথা বলে। মানুষ অতীত ভুলে যায়নি।

Dr Dipu Moni Talks on LGBT

Dr Dipu Moni Talks about Lesbian Gay Bisexuals and Transexuals



শেখ হাসিনার সরকার সমকামীকে স্বীকৃতি দিতে যাচ্ছে!!

 গত ২৯ এপ্রিল জেনেভায় অনুষ্ঠিত ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি,”লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার মানুষদের (সংক্ষেপে এলজিবিটি) অধিকার সংরক্ষণের স্বীকৃতিদানের কথা বলেছেন।

 Geneva, 29 April 2013: Foreign Minister Dr Dipu Moni in reply to USA’s concern on LGBT population said "On LGBT rights... on LGBT, we concur with NRHC that the laws of the land... However, we recognize the need for protecting all vulnerable groups of our population, given their constitutional equal rights and freedoms. Moreover, we do not condone any discrimination or violence against any human being on any pretext."

দেয়ালিকাব্য


পত্রিকাণুকাব্য

:: রবিউল করিম ::

সত্য যখন অঙ্ক কষে
চাপার জোরে মিথ্যা হয়।
মিথ্যা তখন প্রচার বলে
সত্য বলে গণ্য হয়।

প্রচার যন্ত্র কারচুপিতে
সিদ্ধ হস্ত হলেই তয়,
সিংহভাগের মনের কথার
মনের ঘরেই কবর হয়।

নামটি হলেও প্রথম আলো
আঁধার যে তার নিচেই রয়;
কথার মারে-প্যাঁচে ফেলে
সাঁচার সাথে মিথ্যা কয়।

কালের কন্ঠ আকন্ঠ তার
চামচামিতে ভরা;
বামের রামের ভুত ধরেছে
সত্যি কথার খরা।

সমকালের সম্পাদকের
একচোখা বাম দৃষ্টি;
বকধার্মিক সেজে
পাতায় করছে অনাসৃষ্টি।

নাক ডুবিয়ে পড়ছে লোকে
গিলছে এদের কথা;
ভাবছে বসে কীসব
দেশে ঘটছে যথাতথা।

ডানে বামে সবাই কী বাম
মুগ্ধ লেনিন মন্ত্রে?
প্রচার যেন দেশটিবাঁধা
ওদের সমাজতন্ত্রে।

দেশের মানুষ নয়তো আবাল
নয়তো বামের চ্যালা।
মিছিল দিয়ে বামরা বানায়
সাধারণের মেলা।

আমজনতা আলেম মিলে
মিছিল করলে বাহির;
এরাই জামাত শিবির বলে
খবর করে জাহির।

রসূল নিয়ে গালি দিলেও
টনক নড়ায় না।
প্রতিবাদে দেশ ফুঁসলেও
খবর ছাপায় না।

নাস্তিক এক মরলে থাবা
শহীদ লেখা সারা।
এগার মুমিন শহীদ হলেও
'নিহত' লেখে তারা।

একচোখা এক চোখটি কানা
বামের পত্রপাতা;
দাজ্জালীয় প্রতারণায়
ফুটায় 'ধর্ম ছাতা'।

সারা বছর বাশটি মারে
মুসলমানের পাছায়;
কথা বলে এমন যেন
ইসলাম এরাই বাঁচায়।

সবচে বড় প্রতারণা
দেখতে যদি চাও;
জেনে বুঝে চোখটি খুলে
বামের পাতায় যাও।

দেখবে সেথায় মিথ্যা সাঁচার
আজীব কারিগরি;
বামের খুঁটি করতে পাকা
'কলাম' জারিজুরি।