দেয়ালিকাব্য


পত্রিকাণুকাব্য

:: রবিউল করিম ::

সত্য যখন অঙ্ক কষে
চাপার জোরে মিথ্যা হয়।
মিথ্যা তখন প্রচার বলে
সত্য বলে গণ্য হয়।

প্রচার যন্ত্র কারচুপিতে
সিদ্ধ হস্ত হলেই তয়,
সিংহভাগের মনের কথার
মনের ঘরেই কবর হয়।

নামটি হলেও প্রথম আলো
আঁধার যে তার নিচেই রয়;
কথার মারে-প্যাঁচে ফেলে
সাঁচার সাথে মিথ্যা কয়।

কালের কন্ঠ আকন্ঠ তার
চামচামিতে ভরা;
বামের রামের ভুত ধরেছে
সত্যি কথার খরা।

সমকালের সম্পাদকের
একচোখা বাম দৃষ্টি;
বকধার্মিক সেজে
পাতায় করছে অনাসৃষ্টি।

নাক ডুবিয়ে পড়ছে লোকে
গিলছে এদের কথা;
ভাবছে বসে কীসব
দেশে ঘটছে যথাতথা।

ডানে বামে সবাই কী বাম
মুগ্ধ লেনিন মন্ত্রে?
প্রচার যেন দেশটিবাঁধা
ওদের সমাজতন্ত্রে।

দেশের মানুষ নয়তো আবাল
নয়তো বামের চ্যালা।
মিছিল দিয়ে বামরা বানায়
সাধারণের মেলা।

আমজনতা আলেম মিলে
মিছিল করলে বাহির;
এরাই জামাত শিবির বলে
খবর করে জাহির।

রসূল নিয়ে গালি দিলেও
টনক নড়ায় না।
প্রতিবাদে দেশ ফুঁসলেও
খবর ছাপায় না।

নাস্তিক এক মরলে থাবা
শহীদ লেখা সারা।
এগার মুমিন শহীদ হলেও
'নিহত' লেখে তারা।

একচোখা এক চোখটি কানা
বামের পত্রপাতা;
দাজ্জালীয় প্রতারণায়
ফুটায় 'ধর্ম ছাতা'।

সারা বছর বাশটি মারে
মুসলমানের পাছায়;
কথা বলে এমন যেন
ইসলাম এরাই বাঁচায়।

সবচে বড় প্রতারণা
দেখতে যদি চাও;
জেনে বুঝে চোখটি খুলে
বামের পাতায় যাও।

দেখবে সেথায় মিথ্যা সাঁচার
আজীব কারিগরি;
বামের খুঁটি করতে পাকা
'কলাম' জারিজুরি।